তেরো বছর আগের একদিন। কার্তিকের সন্ধ্যা। সূর্য ডোবার সাথে সাথে অন্ধকারে ছেয়ে গেছে দ্বীপপুর গ্রাম। ঘরে ঘরে জ্বলে উঠেছে হারিকেন আর কুপিবাতি। কিছুক্ষণ হলো মাগরিবের নামাজ শেষ হয়েছে। এই গ্রামের লোকজন সন্ধ্যা নামতেই ঘরে ফিরে আসে। গোধূলি লগ্নে মাঠ থেকে গরু-মহিষের পাল নিয়ে রাখালেরা গোয়ালে ফেরে। ধানিজমিতে হালচাষ শেষ করে কৃষকেরা চলে আসে বাড়িতে। দূর…