চট্টগ্রামের পথে হেমন্ত রাতের আড়মোড়া ভেঙে প্রভাতি মুখরতায় জেগে উঠল চট্টগ্রাম মহানগরী। ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি স্টেশনের পাঁচ নম্বর প্লাটফর্মে এসে থামল। একদল শশব্যস্ত যাত্রীর সঙ্গে আমরা নিচে নেমে এলাম। রাতের বেলায় ট্রেনজার্নি আমার কাছে সবসময় উপভোগ্য। তবে আজকের জার্নিটা বেশ ভুগিয়েছে। এক্সপ্রেস ট্রেন, কিন্তু চলেছে একদম লোকালের মতো। সিটগুলো পড়েছে বিক্ষিপ্ত।…